
মানুষের মনন ও সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অনস্বীকার্য; এটিই জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি বহু ভাষা আজ অস্তিত্ব সংকটের মুখে। এই রূঢ় বাস্তবতা অনুধাবন করেই জাতিসংঘ ও ইউনেস্কোর আনুকূল্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ভাষা দিবস ও ভাষা সপ্তাহ। এর উদ্দেশ্য ভাষার বৈচিত্র্য ও মর্যাদা রক্ষা এবং ভাষিক মানবাধিকার সম্পর্কে বৈশ্বিক জাগরণ সৃষ্টি।
এই দিবসগুলোর তাৎপর্য কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং এর রয়েছে সুগভীর প্রায়োগিক দিক। এটি একাধারে ভাষার প্রতি সম্মান প্রদর্শন এবং ভাষার সংরক্ষণ ও উৎকর্ষ সাধনে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের সুযোগ। ভাষার সাহিত্য, সংস্কৃতি ও প্রশাসনিক প্রয়োগ এবং অনাগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই দিবসগুলো দিকনির্দেশনা প্রদান করে। সর্বোপরি, এই আন্তর্জাতিক উদ্যোগগুলো ভাষাকে মানবাধিকারের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করেছে।
বিশ্বজুড়ে পালিত ভাষা দিবস ও ভাষা সপ্তাহ সম্পর্কে জানুন:
বাংলা সাংকেতিক ভাষা দিবস
৭ ফেব্রুয়ারি
বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী মানুষের ভাষাগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই দিবস পালিত হয়। এর উদ্দেশ্য বাংলা সাংকেতিক ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, ব্যবহার ও প্রসার নিশ্চিত করা।
বিশ্ব গ্রীক ভাষা দিবস
৯ ফেব্রুয়ারি
দর্শন, বিজ্ঞান ও গণতন্ত্রের বিকাশে গ্রীক ভাষার ঐতিহাসিক অবদান স্মরণে এই দিবস পালিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১ ফেব্রুয়ারি
মাতৃভাষার মর্যাদা রক্ষা, বহুভাষিক শিক্ষা ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ইউনেস্কো স্বীকৃত এই দিবস পালিত হয়।
ফরাসি ভাষা দিবস
২০ মার্চ
আন্তর্জাতিক কূটনীতি ও সংস্কৃতিতে ফরাসি ভাষার ভূমিকা তুলে ধরাই এই দিবসের লক্ষ্য।
চীনা ভাষা দিবস
২০ এপ্রিল
বিশ্বের অন্যতম প্রাচীন ও বহুল ব্যবহৃত ভাষা হিসেবে চীনা ভাষার ঐতিহ্য ও আধুনিক গুরুত্ব তুলে ধরা হয়।
ইংরেজি ভাষা দিবস
২৩ এপ্রিল
বিশ্বব্যাপী যোগাযোগ, শিক্ষা ও গবেষণায় ইংরেজি ভাষার প্রভাব স্মরণে এই দিবস পালিত হয়।
স্প্যানিশ ভাষা দিবস
২৩ এপ্রিল
বিশ্বজুড়ে বিস্তৃত স্প্যানিশ ভাষাভাষী জনগোষ্ঠীর ভাষাগত ঐক্য উদ্যাপনের দিন।
বিশ্ব পর্তুগিজ ভাষা দিবস
৫ মে
বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকা পর্তুগিজ ভাষাভাষীদের সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এর উদ্দেশ্য।
রাশিয়ান ভাষা দিবস
৬ জুন
সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে রাশিয়ান ভাষার অবদান তুলে ধরা হয়।
বিশ্ব কিসোয়াহিলি ভাষা দিবস
৭ জুলাই
আফ্রিকার আন্তঃজাতিক যোগাযোগের ভাষা হিসেবে কিসোয়াহিলির গুরুত্ব স্বীকৃতি পেয়েছে এই দিবসে।
হিন্দি দিবস
১৪ সেপ্টেম্বর
রাষ্ট্রভাষা হিসেবে হিন্দির ব্যবহার ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালিত হয়।
আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস
২৩ সেপ্টেম্বর
বিশ্বব্যাপী সাংকেতিক ভাষার অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
ইউরোপীয় ভাষা দিবস
২৬ সেপ্টেম্বর
ইউরোপের ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিকতার চর্চা উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য।
কন্নড় রাজ্যোৎসব
১ নভেম্বর
কন্নড় ভাষা ও সংস্কৃতির ঐতিহাসিক স্বীকৃতির দিন।
বিশ্ব রোমানি ভাষা দিবস
৫ নভেম্বর
রোমানি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানানো হয়।
বিশ্ব উর্দু দিবস
৯ নভেম্বর
উর্দু ভাষার সাহিত্যিক ঐতিহ্য ও সাংস্কৃতিক অবদান স্মরণে পালিত হয়।
আরবি ভাষা দিবস
১৮ ডিসেম্বর
জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আরবির গুরুত্ব তুলে ধরা হয়।
মৈথিলী দিবস
২২ ডিসেম্বর
আঞ্চলিক ভাষা মৈথিলীর স্বাতন্ত্র্য ও সাহিত্যিক ঐতিহ্য উদ্যাপন করা হয়।
ভাষা সপ্তাহসমূহ
স্কটিশ গ্যালিক ভাষা সপ্তাহ
২৪ ফেব্রুয়ারি–২ মার্চ
বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরির উদ্দেশ্যে পালিত হয়।
ইতালীয় ভাষা সপ্তাহ
অক্টোবরের তৃতীয় সপ্তাহ
বিশ্বব্যাপী ইতালীয় ভাষা ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাওরি ভাষা সপ্তাহ
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ
আদিবাসী ভাষার পুনরুজ্জীবন ও প্রজন্মান্তরে ব্যবহার নিশ্চিত করাই এর লক্ষ্য।